কুমিল্লার মুরাদনগরের সেই ফজর আলী গ্রে প্তার



ডেস্ক রিপোর্ট :: কুমিল্লার মুরাদনগরে ঘটে যাওয়া নৃ.শংস ধ.র্ষণের ঘটনায় অবশেষে গ্রে,প্তার হলো মূল অভিযুক্ত ফজর আলী।

ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে র‌বিবার (২৯ জুন) ভোরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান।

ঘটনা ২৬ জুন রাতে। রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে এক প্রবাসীর স্ত্রী তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। সেই সময়, পরিচিত হওয়ায় সুবিধা নিয়ে অভিযুক্ত ফজর আলী (৩৮) জোরপূর্বক তার ঘরে প্রবেশ করে এবং তাকে ধ.র্ষণ করে বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগী নারী জানান, দরজা না খুলে দেওয়ায় ফজর আলী দরজা ভেঙে ভেতরে ঢুকে পাশ.বিকতা চালায়। ঘটনার পর স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এসে তাকে আটক করে এবং পুলিশের খবর দেয়।

কিন্তু এখানেই থেমে থাকেনি পা.শবিকতা। কিছু মানুষ ধর্ষিতার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। নারীটি যখন চরম বিপর্যয়ের মধ্যে, তখন তার সম্মান লুণ্ঠনকারীদের সঙ্গে সঙ্গে ভিডিও ছড়ানো ব্যক্তিরাও যেন আরেকবার তাকে ধ.র্ষণ করল, মানসিকভাবে।

পুলিশ ইতিমধ্যে ভিডিও ছড়ানোর সঙ্গে যুক্ত আরও তিনজনকে গ্রে.প্তার করেছে এবং জানিয়েছে, তাদের বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
নবীনতর পূর্বতন