বিজ্ঞপ্তি :: এতদ্বারা সিলেট পল্লীবিদ্যূৎ সমিতি-১ এর গোলাপগঞ্জ জোনাল অফিসের আওতাধীন গ্রাহক সাধারণের সদয় অবগতির জন্য জানানো যাইতেছে যে আগামীকাল ২৮/০৬/২০২৫ ইং তারিখ রোজ শনিবার জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ সকাল ০৮:০০ ঘটিকা থেকে বিকাল ০৫:০০টা পর্যন্ত বন্ধ থাকবে।
এমতাবস্থায় গোলাপগঞ্জ উপজেলার আওতাধীন যেসকল ইউনিয়ন পরিষদের লাইন বন্ধ থাকবে তাহার তালিকা...
১.ফুলবাড়ি
২.গোলাপগঞ্জ
৩.গোলাপগঞ্জ পৌরসভা (উপজেলা)
৪.বাঘা আংশিক
৫. ভাদেশ্বর
৬. শরীফগঞ্জ
৭. লক্ষীপাশা আংশিক
৮.বাদেপাশা
৯.বুধবারী বাজার
উক্ত সময়ে বিদ্যুৎ বন্ধ থাকায় সাময়িক অসুবিধার জন্য কতৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
পল্লী বিদ্যূতায়ন কার্যক্রমে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য
ডিজিএম
গোলাপগঞ্জ জোনাল অফিস
সিলেট পবিস-১
Tags
গোলাপগঞ্জ
