advetrisement
স্টাফ রিপোর্ট :: গোলাপগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ।
এসময় তিনি গোলাপগঞ্জ পৌর শহরে যারা অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করছেন তাদের সতর্ক করে ফুটপাত থেকে তুলে দেওয়া হয়। এছাড়াও যেসব ব্যবসায়ী তাদের দোকানের মালামাল দোকানের বাহিরে সরকারি জায়গায় রেখেছেন তাদের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করা হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ জানান, আজকে গোলাপগঞ্জ পৌর শহরের যারা অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করছেন এবং মালামাল রেখেছেন তাদের সতর্ক করে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীতে নির্দেশ না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ও পৌরসভার কর্মকর্তা সহ পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ।