গোলাপগঞ্জের সাবেক কৃতি ফুটবলার মকবুল হোসেন মক্কই আর নেই

Daily Golapganj
রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-29T08:26:01Z
advetrisement


স্টাফ রিপোর্ট :: গোলাপগঞ্জের সাবেক কৃতি ফুটবলার মকবুল হোসেন মক্কই আর নেই।(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার সকাল ০৮:৩০ মিনিটের সময় পৌর এলাকার রনকেলী উত্তরস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন।
মরহুমের জানাজার নামায দুপুর ২ টায় টিকর বাড়ি জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় গোরস্তানে দাফন সম্পন্ন হয়। মকবুল আলী রণকেলী উত্তর এলাকার মরহুম নমান আলীর ৩য় পুত্র। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
iklan
  • Stars Rally to Beat Predators in Winter Classic at Cotton Bowl