বিয়ানীবাজারে দুই বছরের শিশু ধ র্ষণের শি কার!

Daily Golapganj
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-04T13:59:57Z
advetrisement


ডেস্ক রিপোর্ট :: সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের পল্লীতে দুই বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠেছে। স্থানীয় সুপাতলা গ্রামে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই শিশুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

স্থানীয়ভাবে জানা যায়, ফাঁকা বাসায় একা পেয়ে প্রতিবেশী রাজু আহমদ (১৬) নামের এক কিশোর ওই শিশুকে ধর্ষণ করে। ধর্ষক কিশোর একই গ্রামের কামাল উদ্দিনের ছেলে। এলাকায় তারা খুব প্রভাবশালী হওয়ায় ভিকটিমের পরিবারকে মামলা দায়ের না করতে চাপ দেয়া হচ্ছে।


এদিকে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।


ওই শিশুর দিনমজুর পিতা থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছেন।

বিয়ানীবাজার থানার ডিউটি অফিসার এস.আই হোসেন জানান, অভিযুক্ত রাজুকে গ্রেফতারে অভিযান চলছে।

সূত্র : শ্যামল সিলেট
iklan
  • Stars Rally to Beat Predators in Winter Classic at Cotton Bowl