ডেস্ক রিপোর্ট :: সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘোষিত প্রার্থী তালিকাকে কেন্দ্র করে সারাদেশে দলের মধ্যে তৈরি হওয়া বিরোধ গত কয়েকদিনে আরো প্রকাশ্যে এসেছে। পরিস্থিতি সামাল দেয়ার অংশ হিসেবে যারা মনোনয়ন পেয়েছে মাঠপর্যায়ে তাদের অবস্থান নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে যাচাই করা হচ্ছে বলে দলটির সূত্রে জানা যাচ্ছে বলে খবর প্রকাশ করেছে বিবিসি বাংলা।
সোমবার বিবিসি বাংলায় প্রকাশিত রিপোর্টে উঠে আসে,আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কেউ কোনো মন্তব্য না করলেও, যাচাই বাছাইয়ের পর ঘোষিত 'প্রাথমিক প্রার্থী তালিকাতে' কিছু পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দলটির নেতারা।
বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতায় জড়িয়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে অন্তত দুটি জেলায়। এছাড়া আরও অনেকগুলো জেলায় ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবি করে মিছিল সমাবেশ, মানববন্ধন, সড়ক অবরোধ কিংবা বিক্ষোভের মতো ঘটনা ঘটেই চলেছে।
তবে সংঘাত বা সহিংসতার ঘটনায় যারা জড়িয়েছে তাদের অনেককেই দল থেকে বহিষ্কার করো হয়েছে বলে দলটির কেন্দ্রীয় দফতর বিভাগ জানিয়েছে।
এর বাইরেও বিভিন্ন আসনে শরীকদের জন্য আসন ফাঁকা রাখা নিয়েও দলের মধ্যে অসন্তোষ দেখা যাচ্ছে।দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অবশ্য বিবিসি বাংলাকে বলেছেন, দল থেকে কিছু উদ্যোগ নেয়া হয়েছে এবং এর ফলে খুব শিগগিরই দেশের সব আসনে তার দলের নেতারা দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন বলে তারা আশা করছেন।
যদিও বেশ কিছু এলাকার মনোনয়ন চেয়েও পাননি এমন কয়েকজন নেতা এবং জেলা পর্যায়ের কয়েকজন নেতার সাথে কথা বলে যেই ধারণা পাওয়া গেছে তা হলো, মনোনয়ন কেন্দ্রিক এসব বিরোধ বরং সামনে আরও বাড়তে পারে।
এরপর বিএনপি সমমনা দল কিংবা দলের বাইরের প্রার্থীদের যেসব এলাকায় সমর্থন দিবে সেখানেও নতুন করে অভ্যন্তরীণ বিরোধ দেখা দেয়ার আশংকা রয়েছে।
সূত্র : বিবিসি বাংলা