সিলেট জেলার শ্রেষ্ঠ এসআই খেতাব পেলেন গোলাপগঞ্জ থানার আনন্দ চন্দ্র

স্টাফ রিপোর্ট :: গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) আনন্দ চন্দ্র ২০২৫ সালের অক্টোবর মাসে সিলেট জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন। অপরাধ দমন, মামলা তদন্তে দক্ষতা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে তাঁর অনন্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।

 

সম্প্রতি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সিলেটের পুলিশ সুপার (এসপি) এসআই আনন্দ চন্দ্রের হাতে সম্মাননা সনদ ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
নবীনতর পূর্বতন