ডেস্ক রিপোর্ট :: মাত্র ২১ বছরের এক তরুণ। এই বয়সেই অর্জন করেছিলেন অসংখ্য মানুষের ভালোবাসা। সামনে ছিলো উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি। নিজের ভবিষ্যতকে আরও উজ্জ্বল করতে উচ্চ শিক্ষার জন্য পাড়ি জমিয়েছিলেন বিদেশে। কিন্তু বিধিবাম। আচমকা নিভে গেলো প্রদীপ।সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দীপ বুধবার ভোরে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।দীপের এই আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। তার বন্ধু-স্বজন তো বটেই, পুরো সিলেটজুড়েই দীপের জন্য চলছে হাহাকার। ফেসবুকে দীপের ছবি দিয়ে আর্তনাদ করছেন অনেকে। দীপের মৃত্যু সংবাদ যেনো রীতিমত ঝড় বইয়ে দিয়েছে তার অনুরাগীদের মধ্যে।
নগরের গোপালটিলায় দীপদের বাসায়ও ভীড় করছেন তার বন্ধু-স্বজনদের অনেকে। আর ছেলেকে হারিয়ে তো তার মায়ের আর্তনাদ থামছে না কিছুতেই।দ্বীপের পরিবার সিলেটের গোপালটিলায় থাকেন। তাদের মূল বাড়ি হবিগঞ্জের বাহুবলের পুটিজুড়িতে । তার বাবা দিব্যোজ্যোতি দাস। দুই ভাইয়ের মধ্যে বড় দ্বীপ।
দ্বীপের স্বজনরা জানান, মঙ্গলবার (১১ নভেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে দিবাগত রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে আজ ভোর ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দ্বীপ।
Tags
সিলেট