স্টাফ রিপোর্ট ::আজ শুক্রবার ঘোষণা করা হয়েছে গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমি স্কুল এন্ড কলেজের ছাত্রদলের আংশিক কমিটি। সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ এবং সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পাবেল আহমদ ইমন কে সভাপতি এবং সাইদুল ইসলাম নাহিদ কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। এদিকে ঘোষণার পর রাতেই নিজের ফেইসবুক আইডিতে পদত্যাগের ইচ্ছা পোষণ করে একটি স্ট্যাটাস দেন। ডেইলি গোলাপগঞ্জ এর পাঠকদের জন্য হুবুহু তা তুলে ধরা হলো---
"আসসালামু আলাইকুম
আমি সাইদুল ইসলাম নাহিদ সরকারি এমসি একাডেমির এইচটিসি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।আমি আজকে জানতে পারি যে সরকারি এমসি একাডেমিতে আমাকে ছাত্রদলের কমিটি দিয়ে সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়েছে। কিন্তু আমি এই সব কর্মকাণ্ডে জড়িত নয় আমি চাই এগুলো থেকে পদ ত্যাগ করতে।"
Tags
গোলাপগঞ্জ