লন্ডনের বাঙালী কমিউনিটির পরিচিত মুখ ব্যারিস্টার ওমর ফারুক আর নেই



স্টাফ রিপোর্ট :: ইংল্যান্ডের পূর্ব লন্ডনের বাঙালী কমিউনিটির পরিচিত মুখ, গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের কৃতি সন্তান ব্যারিস্টার ওমর ফারুক আর নেই। গত (২৮মে) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

তিনি ইংল্যান্ডের গত পার্লামেন্টারী নির্বাচনে স্ট্রাটফোর্ড ও বো আসনের প্রতিদ্বন্ধিতা করেছিলেন। মরহুমের গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউপির পশ্চিম ভাগ দখার পাড়া গ্রামে।
তার আকস্মিক মৃত্যুতে লন্ডনে বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
নবীনতর পূর্বতন