ডেস্ক রিপোর্ট :: গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর আওতাধীন সীমান্তবর্তী এলাকার শ্রীপুর, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই এবং সোনারহাট বিওপি কর্তৃক একযোগে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য আটক করা হয়েছে।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় সুপারি, মহিষ, স্কিন সানরাইজ ক্রিম, গরুর মাংস, পন্ডস্ ফেইসওয়াশ, বিভিন্ন ধরনের পুরাতন মোবাইল ফোন, মদ এবং অবৈধ মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল।
আটককৃত পণ্যের মোট বাজার মূল্য আনুমানিক এক কোটি দশ লক্ষ বাহাত্তর হাজার ছয়শত নিরানব্বই টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক জানান, ‘উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান ও গোয়েন্দা তৎপরতা নিরবচ্ছিন্নভাবে চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় চলমান এই অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।
আটককৃত মালামাল সমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Tags
সিলেট