বিয়ানীবাজার সীমান্ত দিয়ে আরও ২১ জনকে পুশইন করেছে বিএসএফ


ছবি : সংগৃহিত

ডেস্ক রিপোর্ট :: সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম সীমান্ত দিয়ে আজ ২১ জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ। সবাইকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর নয়াগ্রাম বিওপি। এদের মধ্যে ০৭ জন শিশু, ০৯ জন মহিলা ও ০৫ জন পুরুষ ।

বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়নের একটি সূত্র জানিয়েছে, নয়াগ্রাম সীমান্ত দিয়ে আসা ২১ জনকে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজিবি সূত্র জানায়, বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের পুশইনের ঘটনায় প্রতিবারই কূটনৈতিক পর্যায়ে প্রতিবাদ জানানো হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই এসব ব্যক্তি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিলেন বলে দাবি বিএসএফের।
সীমান্ত এলাকার অধিবাসীদের মাঝে এই পুশইনের ধারাবাহিকতা উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা সীমান্তে মানবিক ও নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
নবীনতর পূর্বতন