চাচির জানাজায় যাওয়ার পথে ২ ভাই নিহত, তিন দিনে পরিবারের ৪ জনের মৃত্যুতে শোকের ছায়া

Daily Golapganj
বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-22T15:40:49Z
advetrisement



ডেস্ক রিপোর্ট :: দুই দিনে নিজের পরিবারের দুই সদস্যের মৃত্যুর কথা জানিয়ে রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন কলেজছাত্র রিফাত আহমদ কিবরিয়া। পরদিন সকালে কলেজে পরীক্ষায় অংশ নিয়ে দুপুরে প্রয়াত চাচির জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। মোটরসাইকেলে তাঁর সঙ্গে ছিলেন চাচাত ভাই আবু সুফিয়ানও। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই দুজনই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

আজ বুধবার দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুরা সতী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত আহমদ (১৯) উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের ভিতরগুল গ্রামের শফিকুর রহমানের ছেলে। আবু সুফিয়ান (১৯) একই গ্রামের ফরিদ আহমদের ছেলে। তাঁরা দুজন সম্পর্কে চাচাত ভাই। তিন দিনের ব্যবধানে একই পরিবারের চার সদস্যের মৃত্যুর ঘটনায় স্বজনদের আর্তনাদে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রিফাত আহমদ ও আবু সুফিয়ান এইচএসসি নির্বাচনী (টেস্ট) পরীক্ষা দিতে বুধবার কলেজে গিয়েছিলেন। আগের দিন চাচি মারা যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই তাঁরা নিজেদের পরীক্ষার খাতা জমা দিয়ে দুই ভাই মিলে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বেলা দেড়টার দিকে গোয়াইনঘাটের লেঙ্গুরা সতী গ্রামে পৌঁছালে ব্যাটারিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটির একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তাঁরা সড়কে ছিটকে পড়েন। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশাটি দুজনের ওপর দিয়ে চলে যায়।

গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসাআই) জহর লাল দত্ত বলেন, ঘটনাস্থলেই রিফাত আহমদ মারা যান। তাঁর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আবু সুফিয়ানকে আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেছেন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহত ব্যক্তিদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

iklan
  • Stars Rally to Beat Predators in Winter Classic at Cotton Bowl