গোলাপগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ৪নং ওয়ার্ডের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Daily Golapganj
শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-24T10:47:34Z
advetrisement


ডেস্ক রিপোর্ট :: গোলাপগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ৪নং ওয়ার্ডের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেল ৩টায় অর্ধশতাধিক শীতার্ত মানুষকে কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিৎ ছিলেন পৌরসভার ৪নং ওয়ার্ডের দায়ীত্বপ্রাপ্ত কাউন্সিলর ও গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা, সাবেক কাউন্সিলর গোলাম মোস্তাফা মূসা, সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরী, পৌরসভার সহ কর আদায়কারী বাসিত আহমদ, শিক্ষক কায়েস মিয়া, প্রবীন মুরব্বী ফটিক আহমদ, বদরুল ইসলাম, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র সমাজের প্রতিনিধি মনসুর চৌধুরী, শায়েক আহমদ চৌধুরী। 
এছাড়া গোলাপগঞ্জ মডেল থানার কয়েকজন অফিসার উপস্থিত ছিলেন।
iklan
  • Stars Rally to Beat Predators in Winter Classic at Cotton Bowl