সুস্থ জীবন নিয়ে পরিবারের সাথে বাঁচতে চান এমরান, বাড়িয়ে দিন সহায়তার হাত

Daily Golapganj
বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-22T15:41:36Z
advetrisement


ডেস্ক রিপোর্ট :: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউপির দত্তরাইল গ্রামের পরিচিত মুখ এমরান আহমদ। বিনয়ী, মিশুক, সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ হিসেবে সবার কাছে পরিচিত মুখ । তিনি ঢাকাদক্ষিণ সাব-রেজিস্টার অফিসে কম্পিউটার ও ফটোকপির দোকান দিয়ে জীবনযাপন করতেছেন।
বর্তমানে তিনি দুরারোগ্য ভাস্কুলার সমস্যায় (রক্তনালী ফুলে যাওয়া) ভুগছেন। শরীরের রক্তনালী ফোলে বড় হয়ে অস্বাভাবিক অবস্থায় আছে। ঢাকা পিজি হাসপাতালের বিশেষজ্ঞদের মতে, অবিলম্বে অস্ত্রোপচার না করা হলে, যে কোন সময় রক্তনালী ফেটে তার জীবন প্রদীপ নিবে যেতে পারে।
তাকে সুস্থ জীবন ফিরে পেতে হলে দ্রুত অপারেশন করাতে হবে কিন্তু অপারেশন করাতে হলে প্রয়োজন কয়েক লক্ষ টাকার।
অসহায় এমরান ও তার পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা করানো সম্ভব নয়,তাই জীবন-মৃত্যুর মধ্যখানে দাঁড়িয়ে দেশ-বিদেশের সবার দিকে থাকিয়ে আছেন একটু সহযোগিতা পাবার আশায়।
এমরানকে চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবন ফিরিয়ে দিতে প্রয়োজন সবার সহযোগিতা। তাই আসুন যার যার সামর্থ্য অনুযায়ী একটি জীবন প্রদীপ জ্বালিয়ে রাখার চেষ্টা করি আর্থিক সহযোগিতার মাধ্যমে।

যোগাযোগঃ
এমরান আহমদ
মোবাঃ০১৭১১-৯১১৩৬৫

বিকাশ নং-০১৭৪৩-০৭৬৩৮৩
(এমরান এর ছোট ভাই একলিম
iklan
  • Stars Rally to Beat Predators in Winter Classic at Cotton Bowl