কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন

Daily Golapganj
রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-05T18:09:03Z
advetrisement


ডেস্ক রিপোর্ট :: বাংলা চলচ্চিত্রের রূপালী পর্দার নবাব খ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। রোববার (৫ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রবীর মিত্রর বয়স হয়েছিল ৮১ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা মিশা সওদাগর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মিশা সওদাগর লিখেছেন, ‘প্রবীর মিত্র দাদা আর নেই। কিছুক্ষণ আগে উনি ইন্তেকাল করেছেন। স্রষ্টা তাকে ক্ষমা করুক।’

iklan
  • Stars Rally to Beat Predators in Winter Classic at Cotton Bowl