advetrisement
স্টাফ রিপোর্ট : গোলাপগঞ্জে বেড়েই চলেছে চুরি ডাকাতি। এবার একই দিনে চুরের দল হানা দেয় দুইটি গাড়ির ব্যাটারির দোকানে। ঘটনা দু'টি উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির দত্তরাইল গ্রামে গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কের ব্রাক অফিসের সামনে অবস্থিত ফাহিম এন্ড ছাহিম ট্রেডার্সে এবং পৌর এলাকার সরকারি এমসি একাডেমি স্কুল এন্ড কলেজের সম্মুখে আরিফ ব্যাটারি এন্ড আইপিএস নামক দোকানে সংঘটিত হয়।
জানা যায়, বুধবার রাতের কোন এক সময় ফাহিম এন্ড ছাহিম ট্রেডার্স এর সাটারের তালা ভেঙ্গে গাড়ির ৪টি ব্যাটারি ও ইঞ্জিনের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। প্রায় দেড় লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে বলে জানান দোকানের সত্ত্বাধিকারী সাহাব উদ্দিন। এদিকে গোলাপগঞ্জ পৌর সদরের আরিফ ব্যাটারি ও আইপিএস এর সত্ত্বাধিকারী জসিম জানান, আজ ভোরে চুর দল প্রাইভেট কার নিয়ে এসে আমার দোকানের সাটারের তালা ভেঙ্গে গাড়ির একটি ব্যাটারি নিয়ে যায়। সিসিটিভি ফুটেযে দেখা যায় কারের নাম্বার প্লেট ঢাকা মেট্টো গ ১১-৮২৮৪।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবং শীঘ্রই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।