গোলাপগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,আহত ১

Daily Golapganj
শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-04T09:23:41Z
advetrisement


স্টাফ রিপোর্ট : গোলাপগঞ্জে গভীর রাতে যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। উপজেলার পৌর এলাকার ৯ং ওয়ার্ড রণকেলী নুরুপাড়া এলাকার মৃত আব্দুস ছাত্তারের পুত্র যুক্তরাজ্য প্রবাসী সিরাজ মিয়া লন্ডনীর বাড়িতে শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। 

এসময় ৮/১০ জনের সংঘবদ্ধ ডাকাতদল ঘরের সামনের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে, প্রবাসী সিরাজ মিয়ার ছোট ভাই জহির উদ্দিন (৪৫)কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরতর আহত করে। পরে অস্ত্রের মুখে বাকি পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরে থাকা আসবাবপত্র তছনছ করে নগদ অর্থসহ মূল্যবান মালামাল লূট করে। আহত জহির উদ্দিন জানান, আমার ঘরে থাকা নগদ অর্থ, ৮ভরি স্বর্ণ, ৩টি মোবাইল সেটসহ ১৫লক্ষ টাকার মালামাল ডাকাতদল লুট করে
নিয়ে গেছে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যার সাথে মুঠোফোন যোগাযোগ করলে তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।
iklan
  • Stars Rally to Beat Predators in Winter Classic at Cotton Bowl