গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৬৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্ট :: 
গোলাপগঞ্জ পৌরসভা ও চৌমুহনী এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ ১৯ নভেম্বর ২০২৫, বুধবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ অভিযানে অবৈধ দখল, যানজট সৃষ্টি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও ট্রেড লাইসেন্স যাচাইসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।


অভিযান চলাকালে চৌমুহনী এলাকার নির্ধারিত বাসস্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ডে যানবাহনের বিশৃঙ্খল যাত্রী ওঠানামা বন্ধে কঠোর নির্দেশ দেওয়া হয়। ফুটপাত দখল করে অবৈধ ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়ে সরকারি জায়গায় স্থাপিত তিনটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।


এ ছাড়া একটি বীজ, সার ও কীটনাশকের দোকানে মেয়াদোত্তীর্ণ মালামাল রাখার অপরাধে মামলা দায়ের করা হয়। মার্কেটগুলোর ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স যাচাই ও বিভিন্ন অনিয়মের বিষয়ে সতর্ক করা হয়।


স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ৯টি মামলায় ৬৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।


অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ। পুরো অভিযানে সহায়তা করেন বাংলাদেশ সেনাবাহিনী এবং গোলাপগঞ্জ মডেল থানার একটি টিম।
নবীনতর পূর্বতন