হামজা বীরত্বে ২২ বছর পর বাংলাদেশের ভারত বধ

স্পোর্টস ডেস্ক :: ২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ। ঘরের মাঠে প্রায় ২৪ হাজার দর্শকের সামনে হামজাদের ১-০ গোলের জয়।হংকং ও নেপালের বিপক্ষে বাংলাদেশ ম্যাচের অন্তিম মুহুর্তে গোল হজম করেছিল। তাই বাংলাদেশের ফুটবল সমর্থকদের মনে শঙ্কা ছিল রক্ষণ কিংবা গোলরক্ষকের ভুলে শেষে এসে গোল হজম করে বসে কি না! আজ আর সেই ঘটনার পুনরাবৃত্তি হয়নি। ভারত দ্বিতীয়ার্ধে মুর্হুমুহু আক্রমণ করেও গোল করতে পারেনি।

বাংলাদেশের ডিফেন্স জমাট রেখেছিলেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরি। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে বাংলাদেশের রক্ষণ সামলেছেন। বিশেষ করে ৩২ মিনিটে ভারতের নিশ্চিত গোল তিনি হেড দিয়ে সেভ করেন। দ্বিতীয়ার্ধেও তিনি অনেকগুলো আক্রমণ প্রতিহত করেছেন।এর আগে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। ম্যাচের ১২ মিনিটে উত্তাল জাতীয় স্টেডিয়ামের গ্যালারি। কাউন্টার অ্যাটাকে মোরসালিন-রাকিব বল দেয়া নেয়া করে ভারতের বক্সে এগুতে থাকেন। রাকিব মোরসালিনের উদ্দেশ্যে বল বাড়ান। ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং পোস্ট থেকে বেরিয়ে আসেন। মোরসালিন বুদ্ধিদীপ্তভাবে প্লেসিং করেন গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে। বল জালে জড়ানোর সাথে সাথেই বাংলাদেশের ডাগ আউটের উল্লাস।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ পাঁচ ম্যাচ শেষে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে। ভারতের বিপক্ষে ভারতে ড্র ও হংকংয়ে একটি ড্র করেছিল বাংলাদেশ। দু’টি হোম ম্যাচে বাংলাদেশ হেরেছিল। আজই প্রথম হোম ম্যাচে জিতল এশিয়ান কাপ বাছাইয়ে। ভারত দুই পয়েন্ট নিয়ে টেবিলের নিচে। দুই দলেরই এশিয়া কাপ খেলার সম্ভাবনা আগের ম্যাচেই শেষ হয়েছে।

নবীনতর পূর্বতন