ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জ জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী রাহ. কে গুম করে হত্যার প্রতিবাদে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকাদক্ষিণ ইউ.পি শাখা তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল ও সভা করেছে।
৫ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি শুক্রবার বাদ মাগরিব ঢাকাদক্ষিণ বাজার কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে বাজারের প্রধান গলি প্রদক্ষিণ করে ঢাকাদক্ষিণ চৌমুহনীতে এসে শেষ হয়।
মিছিল পরবর্তী পথসভায় বক্তারা বলেন, মাওলানা মুশতাক আহমদ রাহ. এর হত্যা একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের মাধ্যমে প্রশাসনিক ব্যর্থতা স্পষ্ট হয়েছে। আমরা দ্রুত তদন্ত করে হত্যাকারীদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।
ইউনিয়ন ছাত্র জমিয়তের সেক্রেটারি হাফিজ আব্দুল্লাহ ইকরামার সঞ্চালনা ও সভাপতি হাফিজ ইমাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় বক্তব্য রাখেন ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা বিলাল আহমদ, যুব জমিয়ত সভাপতি মাওলানা আফজল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হক, জেলা ছাত্র জমিয়তের অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা, উপজেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি আবু সালেহ উসমান, সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ, সাংগঠনিক সম্পাদক আহমেদ মাজিদ সহ প্রমুখ।