ডেস্ক রিপোর্ট ::জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ সভাপতি এবং সাবেক জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর রহস্যজনক হত্যাকাণ্ডের প্রতিবাদ ও অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় প্রচার সেল সদস্য ও সিলেট জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা।
০৫ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি শুক্রবার বাদ মাগরিব সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে ইউনিয়ন ছাত্র জমিয়ত এর বিক্ষোভ মিছিল পরবর্তী এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গাজীনগরীর হত্যাকাণ্ড এটা নিছক কো হত্যাকাণ্ড নয় বরং এর দ্বারা নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা আবারও জনগণের সামনে ফুটে উঠেছে।
প্রশাসনের উদ্দেশ্য বলেন, আমাদেরকে ছয় নয়ের শান্তনার বাণী না শুনিয়ে অনতিবিলম্বে গাজিনগরীর হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। এক্ষেত্রেও যদি প্রশাসন ব্যর্থ হয় তবে মুরব্বিদের নির্দেশ রক্ত দিয়ে হলেও বাস্তবতা করবো।
Tags
গোলাপগঞ্জ