শনিবার গোলাপগঞ্জের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না..

স্টাফ রিপোর্ট ::  সিলেট পল্লী বিদ্যূৎ সমিতি-১ এর গোলাপগঞ্জ জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় শনিবার ৪ঘন্টা বিদ্যুৎ থাকবে না। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,আগামীকাল শনিবার ২৩/০৮/২৫ইং তারিখ রোজ শনিবার সিলেট পবিস-১ এর বিয়ানীবাজার গ্রীডে (চারখাই) জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ০৮:০০টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে। যেসকল ইউনিয়ন পরিষদের লাইন বন্ধ থাকবে তা হলো-
১.ফুলবাড়ি
২.গোলাপগঞ্জ 
৩.গোলাপগঞ্জ পৌরসভা (উপজেলা)
৪.বাঘা আংশিক
৫.লক্ষীপাশা আংশিক
৬.বাদেপাশা
৭.বুধবারী বাজার
০৮.ঢাকা দক্ষিণ (আংশিক)


নবীনতর পূর্বতন