স্টাফ রিপোর্ট :: দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে গোলাপগঞ্জ উপজেলা যুবদল এর বহুল কাঙ্খিত কর্মীসভা। যার ফলশ্রুতিতে ২০২১ সালে আহ্বায়ক কমিটি গঠনের পর, এবার দীর্ঘ প্রায় ৫ বছর পর গোলাপগঞ্জে কর্মিসভা থেকে পূর্ণাঙ্গ কমিটির আশায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা।
আজ শনিবার (২৩ আগস্ট) বেলা ২টায় ওয়াসিমা কমিউনিটি সেন্টারে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের ও বিকেল ৫টায় গোলাপগঞ্জ পৌরসভা মাঠে কর্মিসভা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নেতারা। কর্মিসভায় জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন প্রধান অতিথি ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়াও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাশরুর রাসেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
কর্মিসভা থেকে আগামী কমিটির রূপরেখা তৈরি হবে বলে আশা করছেন নেতাকর্মীরা। ফলে কর্মিসভাকে ঘিরে তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। দলীয় পদ নিয়ে সবার আশা থাকলেও জেলার কাছে সকলের দাবি- নেতৃত্ব নির্বাচনে যেন দলের ত্যাগীদের মূল্যায়ন করা হয়, দলের দুর্দিনে যারা দলকে সার্ভিস দিয়েছেন তারাই যেন নেতৃত্বে আসেন।
উপজেলা যুবদলের পরবর্তী সভাপতি হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে অন্যতম বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. সালাউদ্দিন, শাহজাহান আহমদ, সুফিয়ান আহমদ খান, নিজামুল কাদির লিপন ও এম এ মান্নান।
সাধারণ সম্পাদক পদে শোনা যাচ্ছে শাহনুর আহুমদ, এম এ কাদির, কামরুজ্জামান জুনাক, রাজু আহমদ, লায়েক আহমদ ও খালেদ আহমদের।
এ ছাড়া পৌর যুবদলের সভাপতি পদে আব্দুল আজিজ মুন্না, কামাল আহমদ, বাদল আহমদ ও মো. শাহ আলমের নাম শোনা যাচ্ছে। সাধারণ সম্পাদক পদে নুরুজ্জামান জুবেল, রাজু আহমদ ও আক্তার হোসেনের নাম আলোচনায় রয়েছে।
Tags
গোলাপগঞ্জ