ডেস্ক রিপোর্ট :: সিলেটের চারটি সীমান্ত দিয়ে ৫৫ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার তাদের ঠেলে পাঠানো হয়।
পরে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) টহলরত দল তাদের আটক করে। আটকদের মধ্যে পুরুষ ১২ জন, নারী ৩৩ জন ও শিশু ১০ জন।
৪৮-বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক যাচাই-বাছাই শেষে বিজিবি তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।
বিজিবি জানায়, ৫৫ জনের মধ্যে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত এলাকা থেকে ৭ পরিবারের ১৯ জন রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৫ জন, নারী ৯ জন ও শিশু ৫ জন। এছাড়া ১৭ জন নড়াইল জেলার, ১ জন করে কুষ্টিয়া ও খুলনা জেলার বাসিন্দা।
জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমান্তের মোকামপুঞ্জি এলাকা থেকে আটক ৯ পরিবারের ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২, নারী ৮ ও শিশু ৩ জন রয়েছেন। ৫ জন যশোর জেলার, ১ জন করে হবিগঞ্জ, নরসিংদী, সাতক্ষীরা ও সিলেট জেলার। এছাড়া ২ জন করে নড়াইল ও বরিশালর।
এদিকে গোয়াইনঘাটের তামাবিল সীমান্তের নলজুরি এলাকা থেকে একই পরিবারের দু’জন নারী-পুরুষকে আটক করা হয়। তাদের বাড়ি যশোর জেলায়।
এছাড়া সুনামগঞ্জ জেলার ছাতকের নোয়াকোট সীমান্তের ছনবাড়ী এলাকা থেকে ৮ পরিবারের ২১ জনকে আটক করে বিজিবি। তাদের মধ্যে পুরুষ ৪ জন, নারী ১৫ জন ও শিশু ২ জন রয়েছেন। তাদের মধ্যে ৫ জন যশোর জেলার, ৪ জন নড়াইল জেলার, ৩ জন সিলেট জেলার ও ৯ জন সাতক্ষীরা জেলার।
সূত্র : সমকাল
Tags
সিলেট