গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সিএ ও ভূমি অফিসের সার্ভেয়ার কে বিদায় সংবর্ধনা



স্টাফ রিপোর্ট ::
গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সিএ রাজন পাল ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. আব্দুল হালিম মজুমদারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) উপজেলা কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে গোলাপগঞ্জ কর্মচারী ক্লাবে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় গোলাপগঞ্জ উপজেলা কর্মচারী সমন্বয় পরিষদের আহবায়ক রোমান আহমদ নোশাদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির হোসেন এর সঞ্চালনায় প্রধান অথিতির বক্তব্য দেন সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ বিভাগীয় কমিটির সভাপতি আবুল কালাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন হেলাল উদ্দিন, শামীম আহমদ, তপন সরকার, ফয়েজ উল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন ফিরুজ আহমদ, ইসরাইল আহমদ, সুরুজ্জামান আহমদ, নাজমুল হোসেন, সার্ভেয়ার রফিক আহমদ, ফয়েজ আহমদ, আশিকুর রহমান, সাইদুর রহমানসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মচারীবৃন্দ।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এর পৃথক পৃথক অফিস আদেশের মাধ্যেমে উপজেলা পরিষদের সিএ রাজন পাল কে ওসমানীনগর উপজেলা পরিষদে এবং উপজেলা ভূমি অফিসের মো. আব্দুল হালিম মজুমদারকে কানাইঘাট উপজেলা ভূমি অফিসে বদলী করা হয়।
নবীনতর পূর্বতন