মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণের আহবান!




বিজ্ঞপ্তি:: জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণ এর কেন্দ্রীয় পরীক্ষা ৩১ জানুয়ারী ২০২৬ ইং শনিবার অনুষ্ঠিত হবে।

১৪ জুন শনিবার সকাল ১০ টার সময় মক্তব শিক্ষাবোর্ডের জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ঢাকাদক্ষিণ ইউনিয়নের সকল মক্তব সমূহকে বোর্ডে অন্তর্ভুক্ত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের আহবান জানিয়েছেন বোর্ডের সভাপতি মাওলানা খায়রুল আমিন আনওয়ারী (দাঃ বাঃ) ও সাধারণ সম্পাদক হাফিয নোমান মাহফুজ।


বোর্ডের ফরম, বই, সিলেবাস সংগ্রহ করা ও বোর্ড সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন +880 1717-930495,+880 1789-225446, +880 1731-621303 নাম্বারে।

অনুরোধক্রমে

মাওলানা আনোয়ার হোসেন হেলালী
পরীক্ষা নিয়ন্ত্রক
মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণ।
নবীনতর পূর্বতন