গোলাপগঞ্জের বাগলায় পুকুরে পাওয়া লা শ সুনামপুরের সাবিনার,ঘা ত ক স্বামী জনতার হাতে আটক




স্টাফ রিপোর্ট :: গোলাপগঞ্জের বাদেপাশা ইউপির বাগলা গ্রামের স্বপন মিয়ার পুকুর থেকে উদ্ধার কৃত লাশের পরিচয় পাওয়া গেছে। উদ্ধারকৃত মরদেহ উপজেলার সুনামপুর গ্রামের আনু মিয়ার স্ত্রী সাবিনা বেগম(৩০)। প্রাথমিকভাবে ধারণা পুলিশের স্বামী আনু মিয়াই সাবিনার মূল ঘাতক।

এদিকে জনতা আনু মিয়াকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।

জানা যায়, সুনামপুর গ্রামের বলাই মিয়ার পুত্র আনু মিয়া(৩৫) বুধবার সকাল ১১টার দিকে
সিএনজি যুগে সাবিনার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে কোন এক পর্যায়ে স্বামী আনু তার স্ত্রী সাবিনা বেগম কে হত্যা করে বাগলা বাজারের দক্ষিণ পাশে জনৈক স্বপন মিয়ার বাড়ির সামনে পুকুরে ফেলে রেখে যায় প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ।


বিষয়টির সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা জানান ঘটনাস্থলে ভিকটিম এর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
নবীনতর পূর্বতন