গোলাপগ‌ঞ্জে আব্দুল মুতলিব কমপ্লেক্সের র‌্যাফেল ড্র সম্পন্ন




ডেস্ক রিপোর্ট :: গোলাপগঞ্জ পৌর সদরের অত্যাধুনিক বিপণী বিতান আব্দুল মুতলিব কমপ্লেক্স ব্যবসায়ী সমিতি-এর উদ্যোগে দ্বিতীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৬ মে) রাত ৮টায় উৎসবমুখর পরিবেশে বিপণী বিতানের চত্বরে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক ক্রেতা, ব্যবসায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কমপ্লেক্স পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনোয়ার আলমগীর। পুরো অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন আব্দুল মুতলিব কম‌প্লে‌ক্সের পরিচালক, লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান।

এ সময় অতিথি হিসেবে বক্তব্য দেন গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি বিলাল আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম আব্দুল জলিল, গোলাপগঞ্জ আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ছালিক আহমদ এবং আব্দুল মুতলিব কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি ফরিদ উদ্দীন।

পূর্ণ স্বচ্ছতার মধ্য দিয়ে এ র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়, যাতে সব শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানটি উপভোগ করতে পারেন। 

বিজয়ীদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই তাদের মোবাইলে ফোন করে জানিয়ে দেওয়া হয়। অনেকে আনন্দিত হয়ে তাৎক্ষণিকভাবে পুরস্কার গ্রহণ করতে চলে আসেন। অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এবারের র‌্যাফেল ড্রতে মোট ১১টি আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। প্রথম পুরস্কার ছিল একটি বড় ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন, তৃতীয় পুরস্কার ১২ ইঞ্চি এলইডি টিভি, চতুর্থ পুরস্কার একটি বাইসাইকেল এবং পঞ্চম পুরস্কার ছিল ৩২ পিসের ডিনার সেট। এছাড়াও আরও বেশ কয়েকটি আকর্ষণীয় পুরস্কার বিজয়ীদের মাঝে বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন। ভবিষ্যতে আরও বড় পরিসরে এবং চমকপ্রদ আয়োজন করার পরিকল্পনার কথাও জানান তারা। তারা বলেন, ক্রেতাদের উৎসাহ, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং সবাইকে নিয়ে একটি প্রাণবন্ত পরিবেশ তৈরির লক্ষ্যেই এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করা হবে।

অনুষ্ঠানে অংশ নেওয়া ক্রেতা ও অতিথিরা আয়োজকদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ ব্যবসা-বাণিজ্যের প্রসার তো বটেই, সেই সঙ্গে বিনোদনের এক ভিন্নমাত্রা যোগ করে। আয়োজনে অংশ নেওয়া সবাই আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিয়মিতভাবে এ ধরনের আয়োজনের দাবি জানান।

উল্লেখ্য, গোলাপগঞ্জ পৌর সদরে স্থাপিত আব্দুল মুতলিব কমপ্লেক্স ইতোমধ্যে আধুনিক বিপণী বিতান হিসেবে এলাকার ব্যবসা-বাণিজ্যে নতুন মাত্রা যোগ করেছে এবং সর্বসাধারণের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেছে।
নবীনতর পূর্বতন