গোলাপগঞ্জে সহস্রাধিক পরিবার পানিবন্দি




স্টাফ রিপোর্ট :: বিগত কয়েক দিনের অব্যাহত ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে গোলাপগঞ্জে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে উপজেলার বুধবারিবাজার ইউপির সহস্রাধিক পরিবার বন্যার পানিতে প্লাবিত হয়েছে৷ 

এছাড়াও বাঘা, গোলাপগঞ্জ সদর, লক্ষ্মীপাশা, ঢাকাদক্ষিণ, লক্ষণাবন্দ ও পশ্চিম আমুড়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় ভূমিধস হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোলাপগঞ্জের মধ্যে একমাত্র বুধবারী বাজার ইউপির ১২৫০টি পরিবার পানিবন্দি হয়েছে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ৬০ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। প্রত্যেকটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে।

পাশাপাশি বন্যা আক্রান্ত পরিবারের জন্য ১৪৮ প্যাকেট শুকনা খাবার, ২০মেট্রিক টন চাল, শিশু খাদ্য বাদ ১লক্ষ টাকা এবং গো খাদ্য বাবদ ১লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।



বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ফয়সল মাহমুদ ফুয়াদ।
নবীনতর পূর্বতন