ডেস্ক রিপোর্ট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদীতে নৌকা থেকে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ যুবকের নাম পাবেল মিয়া (২২)। তিনি গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের বাউরবাগ গ্রামের বাসিন্দা করম আলীর ছেলে।
সোমবার (২ জুন) সকাল ১০টার দিকে পূর্ব জাফলং ইউনিয়নের নয়াবস্তি গ্রামের আতাই মেম্বারের বাড়ির দক্ষিণ পাশে পিয়াইন নদীতে এ ঘটনা ঘটে। নৌকায় থাকার সময় হঠাৎই পাবেল মিয়া নদীতে পড়ে যান এবং পানির স্রোতে তলিয়ে যান। তার সঙ্গে থাকা ব্যক্তিরা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি।
পরে স্থানীয়রা বিষয়টি গোয়াইনঘাট থানায় জানালে পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
বিট অফিসার এসআই ওবায়দুল্লাহ জানান, পাবেল মিয়া দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। মাঝে মাঝে তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়তেন বলে তার পরিবার জানিয়েছে। ধারণা করা হচ্ছে, এমনই কোনো মুহূর্তে তিনি নৌকা থেকে পানিতে পড়ে যান। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
Tags
সিলেট