গোলাপগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মর দেহ উদ্ধার

Daily Golapganj
শনিবার, ৩ মে, ২০২৫
Last Updated 2025-05-03T11:10:33Z
advetrisement

ছবি : সংগৃহিত

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে লাকি বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

শনিবার (৩ মে) দুপুর ১টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে হেতিমগঞ্জ মোল্লাগ্রামে একটি কলোনি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ জকিগঞ্জ উপজেলার ফুলতলি এহলাশাহ গ্রামে আব্দুর রশিদের স্ত্রী। স্বামী আব্দুর রশিদ পেশায় টমটম চালক। তারা হেতিমগঞ্জ মোল্লাগ্রামে কলোনিতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘরের ভেতর থেকে টিনের নিচে স্টিলের সাথে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় লাকি বেগম নামে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই গৃহবধূ ৪ সন্তানের জননী। তাদের মধ্যে পারিবারিক কোন মনোমালিন্যের খবর পাওয়া যায় নি বলে জানায় পুলিশ।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। মরদেহের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।
iklan
  • Stars Rally to Beat Predators in Winter Classic at Cotton Bowl