না ফেরার দেশে শরীফগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজু

Daily Golapganj
শুক্রবার, ২ মে, ২০২৫
Last Updated 2025-05-02T12:49:46Z
advetrisement


স্টাফ রিপোর্ট :: না ফেরার দেশে চলে গেলেন সড়ক দুর্ঘটনায় আহত গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খালেদ আহমদ রাজু।

তিনি আজ শুক্রবার সকাল সাড়ে ১১টা ৪৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে দীর্ঘ ৩৮ দিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃ*ত্যুবরণ করেন।

এর আগে মীরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শিকার হন তিনি। গু*রুতর আ*হত অবস্থায় তাকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পরে সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
iklan
  • Stars Rally to Beat Predators in Winter Classic at Cotton Bowl