আরও ১৯ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে বিএসএফ



ডেস্ক রিপোর্ট :: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৯ জন বাংলাদেশিকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (২৬ মে) ভোর সাড়ে ৫টার দিকে ত্রিপুরা রাজ্য থেকে তাদের ধরে এনে কালেঙ্গা সীমান্ত ফাঁড়ি দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পুশইনকৃত ব্যক্তিরা বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, তারা সবাই কুড়িগ্রাম জেলার তিনটি পরিবারের সদস্য এবং প্রায় ১৫ বছর ধরে ভারতে বসবাস করছিলেন।
উল্লেখ্য গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সাম্প্রতিক সময়ে এই প্রবণতা বেড়েছে। সিলেট বিভাগের বিভিন্ন সীমান্তে প্রায় নিয়মিতই ঠেলে পাঠানোর ঘটনা ঘটাচ্ছে প্রতিবেশি দেশের সীমান্তরক্ষী বাহিনী। গত কয়েক দিনে এ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন সীমান্ত ব্যবহার করে অন্তত ২০৯ জনকে পুশ ইন করে ভারত।
নবীনতর পূর্বতন