স্টাফ রিপোর্ট :: ভূমি মেলা ২০২৫ উদযাপন উপলক্ষে গোলাপগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিস, গোলাপগঞ্জ এর আয়োজনে আজ রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালি র আয়োজন করা হয়। র্যালি শেষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে স্থাপিত সেবা বুথ উদ্বোধন করা হয়। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে 'ভূমি মেলা ২০২৫' এর উদ্বোধনী অনুষ্ঠান এবং জনসচেতনতামূলক সভা আয়োজন করা হয়। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, সম্মানিত ভূমি সেবা গ্রহীতাবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমামবৃন্দ ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প এর সহযোগিতায় আয়োজিত এই ভূমি মেলা ২০২৫ আগামী ২৭ তারিখ পর্যন্ত চলমান থাকবে।
Tags
গোলাপগঞ্জ