গোলাপগঞ্জে অতিরিক্ত মাদক সেবনে মামা-ভাগ্নের মৃত্যু

Daily Golapganj
সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
Last Updated 2025-04-28T12:23:40Z
advetrisement


স্টাফ রিপোর্ট :: সিলেটের গোলাপগঞ্জে অতিরিক্ত মাদক সেবনে ২ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) মধ্যরাত থেকে বিকেল পর্যন্ত কোন এক সময়ে উপজেলার সদর ইউনিয়নের উত্তর গোয়াসপুর রুইঘর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার সদর ইউনিয়নের উত্তর গোয়াসপুর রুইঘর গ্রামের তমজিদ আলীর ছেলে ফরিদ আহমদ (৪৫) ও কানাইঘাট উপজেলার সড়কের বাজারের সৈয়দুর রহমানের ছেলে রুবেল আহমদ (৩৬)। তারা সম্পর্কে একে অপরের আত্মীয়৷

পুলিশ জানায়, রোববার বিকেলে উত্তর গোয়াসপুর রুইঘর গ্রামের সেলিম উদ্দিনের ড্রয়ি রুম থেকে অচেতন অবস্থায় ফরিদ ও রুবেলকে উদ্ধার করে আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এর আগে রোববার ভোর রাত থেকে বিকেল পর্যন্ত কোন এক সময় অতিরিক্ত মাদক সেবনের ফলে তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা যাচ্ছে৷ খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা।
iklan
  • Stars Rally to Beat Predators in Winter Classic at Cotton Bowl