গোলাপগঞ্জের ঝুলন্ত লা শের পরিচয় মিলেছে



স্টাফ রিপোর্ট ::
গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়নের উদ্ধারকৃত ঝুলন্ত লাশের পরিচয় পাওয়া গিয়েছে। তিনি দক্ষিণ সুরমা উপজেলার মোগলা বাজার থানার মানিকপুর গ্রামের ফয়েজ উদ্দিন (৫৫)।

এর আগে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে স্থানীয়রা লক্ষণাবন্দ ইউনিয়নের চৌধুরী বাজার হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকার একটি বাগানে নীল রাঙের দড়িতে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি জানা জানি হলে পুলিশে খবর দিলে সন্ধ্যা রাতে পুলিশ লাশ উদ্ধার করে গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে যায়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা জানান,উদ্ধার কৃত লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।
নবীনতর পূর্বতন