স্টাফ রিপোর্ট :: সিলেট -৬ আসনের সাবেক সাংসদ ,গোলাপগঞ্জের কৃতি সন্তান ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার ৩য় মৃত্যুবার্ষিকী আজ।
২০২২ইং সালের আজকের এই দিনে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন গুণী এ রাজনীতিবিদ।
সৈয়দ মকবুল হোসেন বর্ণাঢ্য জীবনে ১৯৪৬ সালে সিলেটের গোলাপগঞ্জের পশ্চিম আমুড়া ইউনিয়নের সুন্দিসাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে বিএ এবং এমএ পাশ করেন। পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া ২০০১ সালে এবং এর আগে ১৯৮৬ সালে তিনি গোলাপগঞ্জ-বিয়ানীবাজার থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। এদিকে তিনি ২০০২ থেকে ২০০৬ সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন। ২০০৩ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন।
বিশেষ করে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে তার রয়েছে অনন্য অবদান। এছাড়াও শিক্ষা বিস্তারসহ বিভিন্ন ক্ষেত্রে তার রয়েছে অবদান। তিনি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় পাচটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন। মসজিদ মাদ্রাসায় তার উদারহস্তে দানের কথা দুই উপজেলার মানুষ আজীবন স্মরণ রাখবে।
ঢাকার বনানী কবরস্থানে চির নিদ্রায় শায়িত আছেন গোলাপগঞ্জের কীর্তিমান এ মানুষ।
Tags
গোলাপগঞ্জ