গোলাপগঞ্জে জাতীয় ভোটারদিবস পালন



স্টাফ রিপোর্ট :: সপ্তম জাতীয় ভোটার দিবস ২০২৫ সমগ্র দেশের ন্যায় সিলেটের গোলাপগঞ্জে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে। জাতীয় ভোটার দিবস উদযাপন অনুষ্ঠানে উপজেলা নির্বাচন অফিসার মোঃ আহসান ইকবালের সভাপতিত্বে জাতীয় দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল। 


এবারের জাতীয় ভোটার দিবস পালনে 'তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে' এই স্লোগান নিয়ে উপজেলা পরিষদ সম্মুখে র‍্যালি বের করা হয়। জাতীয় ভোটার দিবস অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন দফতরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ প্রবাসী ভোটারবৃন্দ উপস্থিত ছিলেন।
নবীনতর পূর্বতন