গোলাপগঞ্জে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্রদল নেতার পদত্যাগ


স্টাফ রিপোর্ট :: 'আমার কলেজ ও ক্যাম্পাসে রাজনীতি করার কোন ইচ্ছা নেই' বলে পদত্যাগ করেছেন ডঃ সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজ এর নবনির্বাচিত ছাত্রদল সভাপতি সৈয়দ আরিফুল রাহাদ। তিনি শনিবার একটি ফেইসবুক স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। ডেইলি গোলাপগঞ্জ এর পাঠকদের জন্য হুবুহু পোস্টটি তুলে ধরা হলো,

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

আপনারা নিশ্চিত অবগত আছেন যে আমি অতীতে কোন রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পৃক্ত, প্রোস্টেট নেতা বা কর্মী ছিলাম না, বর্তমানেও আমার কলেজ ও ক্যাম্পাসে রাজনীতি করার কোন ইচ্ছা নাই।
ভবিষ্যতে বা আগামীতে রাজনীতি করার ইচ্ছা বা মনোভাব সৃষ্টি হয় তাহলে আমি রাজপথেই রাজনীতি করবো ইনশাআল্লাহ, তবে

ডঃ সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজ আমার প্রাণ প্রিয় বিদ্যাপীঠ এবং আমি এই কলেজের নিয়মিত ছাত্র হিসেবে - এখানে আমার পাওয়ার যায়গা শিখবার যায়গা এখান থেকেই আমি ভালো কিছু প্রত্যাশা করছি 😚

আমার বিদ্যাপিঠ ড:সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের অতীতে এবং প্রতিষ্ঠাকালীন পর থেকে আজ অব্দি কোনো রাজনীতি স্পর্শ করতে পারে নাই আমরা দেখে আসছি।

আমার বিদ্যাপীঠ, ঐতিহ্যের চিন্তায় আমি ভবিষ্যতে আমার কলেজ ক্যাম্পাসে রাজনীতি করতে বা সৃষ্টি না হওয়ার পক্ষে থাকবো ইনশাল্লাহ ✊

এবং অতীতে- ডঃ সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজ - এখান থেকে-ই আমার পরিবারের বড় ভাই-বোন স্কুল ও কলেজ লাইফ সম্মানের সহিত শেষ করে বিদায় নিয়ে গেছেন ।

আমি তাদের সম্মান এবং আমার বিদ্যাপীঠের ইতিহাস ও ঐতিহ্যের চিন্তাধারা এমনকি আমি আমার পারিবারিক নিষেধাজ্ঞা ও আমার উজ্জ্বল ভবিষ্যতের চিন্তা করেই নিজ ইচ্ছায় আমার কলেজ ও ক্যাম্পাসে রাজনীতিকে না-বলে !❌
ডঃ সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজে আমাকে সভাপতি বানিয়ে ছাত্রদলের যে-আংশিক কমিটি দেওয়া হয়েছে । আমি উপরের সবকিছুর চিন্তাধারা করে আমি এই কমিটি থেকে পদত্যাগ করলাম 🖊️

আমার জন্য দোয়া করবেন আমি যেন পরিবারের দেখা স্বপ্ন ও আমার দেশ ও দেশের মানুষের জন্য সাহসী যোদ্ধা হওয়ার লক্ষ্য পূরণ করতে পারি🤲
নবীনতর পূর্বতন