ঢাকাদক্ষিণ শ্রী চৈতন্য মহাপ্রভুর মণ্ডপ পরিদর্শনে শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক



স্টাফ রিপোর্ট ::
গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণ শ্রী চৈতন্য মহাপ্রভুর মণ্ডপ পরিদর্শন করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবু নুর মোঃ শামসুজ্জামান।

শুক্রবার সকাল ১১ টায় ঢাকাদক্ষিণ শ্রী চৈতন্য মহাপ্রভুর মণ্ডপ পরিদর্শন করেন তিনি।

এসময় মন্দিরের সেবায়েত ড. প্রকৃতি মিশ্র তাঁকে স্বাগত জানান।

পরিদর্শনকালে তিনি মন্দির ঘুরে দেখেন এবং পূণ্যার্থীদের সাথে কথা বলেন।

পরিদর্শন শেষে অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, 'ধর্মীয় তীর্থস্থান সমূহ নিসন্দেহে শ্রদ্ধার জায়গা। তেমনি একটি জায়গা আজকে দেখলাম, ভালো লাগলো। এবং এখানে অনেক মানুষ তারা এসেছেন, তাদের নিজের মন এবং মননের খোরাক যোগানোর জন্য তারা যেন ভালো থাকে, এই যে লক্ষ্য নিয়ে আসা, এবং ইহজাগতিক চিন্তা চেতনা থেকে এখানে আসে। এটা নিসন্দেহে অনুসরণীয়। এবং যারা এটা মেইনটেইনস করছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। এবং আশাকরি এখানে মানুষ যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আসে অবশ্যই তা পূরণ হবে।'

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ, গোলাপগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর স্বদেশ চন্দ্র পাল, গোলাপগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য সাকিব আল মামুন, মন্দির সংশ্লিষ্ট রাহুল দাশ প্রমুখ।
নবীনতর পূর্বতন