বায়তুল আমান সাবাহি মক্তবের পুরস্কার বিতরণ



বিজ্ঞপ্তি :: বায়তুল আমান সাবাহি মক্তব নিশ্চিন্ত গোলাপগঞ্জ সিলেটের মক্তব সমাপনকারীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী ২০২৫ ইং) বাদ যুহর মক্তব মিলনায়তনে মক্তব পরিচালক হাফিয নোমান মাহফুজের সভাপতিত্বে এবং আব্দুল্লাহ আল মুমিন ও হাফিয মিনহাজুল ইসলাম সায়েকের যৌথ সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণের সভাপতি মাওলানা খায়রুল আমিন আনওয়ারী, বিশেষ মেহমান ছিলো ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসার মুহাদ্দিস হাফিয মাওলানা আনোয়ার হুসাইন, আন নুর একাডেমি জামিটিকি বাজার গোলাপগঞ্জ সিলেটের পরিচালক হাফিয মাওলানা ফয়সল আহমদ।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি আফতাব আলী, মাশুক উদ্দিন, নুরুল ইসলাম, খবির উদ্দিন, আব্দুল কুদ্দুস, সেবুল আহমদ, সরওয়ার আহমদ, মামুন আহমদ, রাব্বি আহমদ, মক্তবের সহকারী শিক্ষক জাকারিয়া আহমদ, শিক্ষানবিশ শিক্ষক রাজিব উদ্দিন, ছামিদ আহমদ, হাফিয ইমরানুল হক তাহের, আজহার আহমদ প্রমুখ।

সভায় আমন্ত্রিত মেহমানরা তাদের বক্তব্যে মক্তব শিক্ষার ইতিহাস ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। মক্তব শিক্ষার সুফল সম্পর্কে সারগর্ভ আলোচনা করেন।

অনুষ্ঠানে মক্তব শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, সনদ, প্রশংসাপত্র ও বিভিন্নরকম পুরস্কার তুলে দেন আমন্ত্রিত মেহমানবৃন্দ। এবং মক্তব সমাপনকারী ৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি মক্তব শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের জন্য জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণের সভাপতি মাওলানা খায়রুল আমিন আনওয়ারীকে সংবর্ধিত করা হয়।
নবীনতর পূর্বতন