গোলাপগঞ্জে অর্ধশতাধিক টমটম ও সেলাই মেশিন বিতরণ করলো গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরোন্টো অন্টারিও

Daily Golapganj
শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
Last Updated 2025-01-25T19:13:02Z
advetrisement



গোলাপগঞ্জ সংবাদদাতা::

সিলেটের গোলাপগঞ্জে অনুদানের টমটম ও সেলাই মেশিন হাতে পেয়ে খুশিতে আপ্লুত হয়ে পড়েছিলেন অর্ধশতাধিক অসহায় দারিদ্র লোক। শুধু টমটমই নয়, সাথে দেয়া হয় তাদের গাড়ির কাগজপত্র। এসময় সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা উন নবী এসব অসহায় লোকজনের হাতে টমটম ও গাড়ির কাগজপত্র তুলে দেন।

শনিবার গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরোন্টো অন্টারিও' কানাডা'র উদ্যোগে এই টমটম ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ২৭জন অসহায় লোকজনের মধ্যে টমটম, ২৫জনকে সেলাই মেশিন ও বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ৫জন লোকদের মধ্যে নগদ অর্থ বিতরন করে গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরোন্টো অন্টারিও কানাডা। এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা উন নবী।

উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে

বিশেষ অতিথি ছিলেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মসেন সিংহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল ও সংগঠনের কার্যনির্বাহী সদস্য সামিল সাদিক চৌধুরী।


অনুষ্টানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্টাকালীন সদস্য ও অনুষ্ঠানের কনভেনার ছাদ চৌধুরী। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) শাহ আলম, গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরোন্টো অন্টারিও কানাডার, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সাবির আহমদ শাহিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, আবু জায়েদ মোহাম্মদ চৌধুরী, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, নিউইয়র্ক বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ চৌধুরী, সংগঠনের উপদেষ্টা লায়েক আহমদ চৌধুরী, সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক আলী হোসেন, নেওয়াজ চৌধুরী সাজু, উপজেলা জামাতে ইসলামীর নায়েবে আমীর জিন্নুর আহমদ চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মামুন আহমদ রিপন ও আবু জাহেদ মোহাম্মদ চৌধুরী।

এসময় বিভাগীয় কমিশনার বলেন, মানুষকে মানবিক দিক দিয়ে বিবেচনা করতে হবে।

একটি সূখী সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এদেশের মানুষ জীবন দিয়েছে। বাংলাদেশকে কোন দুর্বৃত্তদের হাতে তুলে দেয়া যাবেনা। এদেশের নাগরিকরা দীর্ঘদিন ভোট দিতে পারেননি। একটা ব্যর্থ রাষ্ট্র করতে চেষ্টা করা হয়েছে। মানুষের অধিকার হরণ, নির্যাতন ও শোষণ করা হয়েছে। কেউ কোন দায়িত্ব পালন করেননি। এদেশের মাটির প্রতিটি ইঞ্চির মালিক হলো এদেশের জনগন। তিনি বলেন, দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করা হয়েছে। এদেশের মানুসকে ফকির বানানোর চেষ্টা করা হয়েছে।
iklan
  • Stars Rally to Beat Predators in Winter Classic at Cotton Bowl