advetrisement
স্টাফ রিপোর্ট :: গোলাপগঞ্জে ফসলি জমির মাটি বিক্রি করে ভূমির উর্বরতা বিনষ্ট করার অপরাধে আব্দুল গফফার নামে এক ব্যাক্তিকে ১ মাসের কারাদণ্ড ও অবৈধভাবে মাটি কাটার অপরাধে আরেক ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার পৃথক স্থানে অভিযান পরিচালনা করে তাদের কারাদণ্ড ও জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্বদেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের গুটারগাঁও গ্রামে ফসলি জমির মাটি বিক্রি করে ভূমির উর্বরতা বিনষ্ট করার অপরাধে ১টি মামলায় আব্দুল গফফার নামে এক ব্যাক্তিকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া রণকেলী উত্তর গ্রামে অভিযান পরিচালনা করে আরেকটি মামলায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রণকেলি উত্তর, কানিশাইলসহ বেশ কয়েকটি এলাকায় অবৈধভাবে টিলা কাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।
এ অভিযানে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সহযোগিতা করেন।
জরিমানা ও কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ বলেন, “জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে টিলা কাটা বা ফসলি জমির উর্বর মাটি বিক্রি করতে কাউকে দেখলে বিষয়টি উপজেলা প্রশাসনকে তাৎক্ষণিক জানানোর আহবান জানান তিনি।