গোলাপগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Daily Golapganj
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-31T14:14:15Z
advetrisement


ডেস্ক রিপোর্ট :: দি হাঙ্গার প্রজেক্ট এর পিস ফ্যসিলিটেটর গ্রুপ (পিএফজি) গোলাপগঞ্জের উদ্যোগে রাজনৈতিক ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার করে এবং আন্তঃধর্মী সম্প্রীতি বজায় রাখার আহবানে সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় গোলাপগঞ্জ পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। পিএফজি এম্বাসেডর ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র হেলালুজ্জ্বামান হেলালের সভাপতিত্ব ও পিএফজি সদস্য সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে পিএফজির কার্যক্রম ও সম্মিলিত ঘোষনাপত্র পাঠ করেন দি হাঙ্গার প্রজেক্ট কো অর্ডিনেটর আকলিমা চৌধুরী। বক্তব্য দেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম আব্দুল জলিল, পিএফজি এম্বাসেডর মনোয়ারা ফেরদৌস, এম্বাসেডর আবুল হোসাইন, সদস্য আব্দুল কাদির সেলিম, মাহবুবুল হক লুলু, গোলাপগঞ্জ মডেল থানা মসজিদের ইমাম মুফতি জাবের আহমদ, পিএফজি ইয়থ গ্রুপের সদস্য দেলোয়ার হোসেন মান্না, মাজহারুল ইসলাম হাসান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিএফজি সদস্য সাবেক কাউন্সিলর মেহেরুন বেগম, সাবেক কাউন্সিলর সুফিয়া বেগম, ফাহিমা আক্তার তুলি, পারভেজ আহমদ, সিনিয়র সাংবাদিক ডাক্তার রতন মনি চন্দ, দেলোয়ার হোসেন, মাওলানা শামসুল হুদা, সুলতান আবু নাসের, হাফিজ আব্দুল আলিম, সাংবাদিক সামিউল শয়ন, শায়েক আহমদ চৌধুরী।সহ আরো অনেকে। সভায় সম্মিলিত ঘোষনা পত্রে সবাই একমত পোষন করে সংঘাত পরিহার করে সম্প্রীতি বজায় রাখার অঙ্গিকার করেন। সভা শেষে দি হাঙ্গার প্রজেক্টের সাবেক কোঅর্ডিনেটর মোজাম্মেল হোসেনের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন মুফতি জাবের আহমদ।
iklan
  • Stars Rally to Beat Predators in Winter Classic at Cotton Bowl