ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ




স্পোর্টস ডেস্ক :
জাকের আলী অনিকের ব্যাটিং তাণ্ডবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ রানের সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। ১৮৯ রানের পূঁজি নিয়ে বাকি কাজটুকু সাড়লেন টাইগার বোলাররা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে নিজেদের ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ।

শুক্রবার (২০ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৮৯ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। যা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের সংগ্রহ। দলের পক্ষে ব্যাট হাতে ৪১ বলে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেন জাকের আলী অনিক।

জবাবে ব্যাট করতে নেমে রিশাদ-মাহেদীর বোলিংয়ের বিপরীতে ১০৯ রানেই গুটিয়ে যায় ক্যারিবিয়ানদের ব্যাটিং ইনিংস। ৮০ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
নবীনতর পূর্বতন