গোলাপগঞ্জে ২য় আইজা কিবরিয়া নাইট সিক্স-এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন



স্টাফ রিপোর্ট : গোলাপগঞ্জে ২য় আইজা কিবরিয়া নাইট সিক্স-এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের জামিটিকি বাজার সংলগ্ন মাঠে প্রবাসী হানিফ কিবরিয়া আরাফাত এর পৃষ্টপোষকতায় এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

এসময় শাহ নয়ন মাহমুদ পরিচালনায় প্রধান অতিথিত বক্তব্য রাখেন সাবেক পিপি অ্যাড. নুমান মাহমুদ।

প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আবু জাহেদ রাহী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ২য় আইজা কিবরিয়া নাইট সিক্স-এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের উপদেষ্টা প্রফেসর নাজমুল ইসলাম, মো কয়ছর আহমদ, ছলমান আহমদ চৌধুরী, এম এ আব্দুল ছায়াদ, চুনু মিয়া, আব্দুল মালিক, আব্দুল করিম, আজিম উদ্দিন, আখতার হোসেন, নুরুল ইসলাম, কয়ছর আহমদ চৌধুরী, আব্দুল কাইয়ুম চৌধুরী, আমির হোসেন, মুজিবুর রহমান, জুবের আহমদ চৌধুরী, এমরান আহমদ, ইমরান আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ২য় আইজা কিবরিয়া নাইট সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের উপদেষ্টা মাসুদ আহমদ।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির দায়িত্বে রয়েছেন তানভীর আনজুম, মুক্তার আহমদ, ইমতিয়াজ রাব্বি, মুহিউল ইসলাম মুন্না, শাহ নয়ন মাহমুদ, আব্দুর রহমান, সাগর, মুহিন, জুমান, তাহসিন, ফুয়াদ, সাইফ, নাবিল।

উদ্বোধনী খেলায় মাথিউরা ইয়াং স্টার কে পরাজিত করে আফিফ মোবাইল শপ বিজয়ী হয়। মাঠকে দৃষ্টিনন্দন করে খেলার আয়োজন করায় দর্শক ও খেলোয়াড়বৃন্দকে উচ্ছ্বসিত দেখা যায়।
নবীনতর পূর্বতন