আগামীকাল থেকে সিলেটে অনির্দিষ্টকালের ‘পরিবহন ধর্ম ঘট’

Daily Golapganj
সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-30T13:27:53Z
advetrisement


ডেস্ক রিপোর্ট :: আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থেকে সিলেটে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। সিলেটের জকিগঞ্জে রোববার (২৯ ডিসেম্বর) একাধিক বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংগঠনের নেতৃবৃন্দ এ কর্মসূচির ডাক দিয়েছেন।

বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে আজ সোমবার (৩০ ডিসেম্বর) সিলেট-জকিগঞ্জ সড়কে বাস চলাচল করেনি। এছাড়া রোববার রাতে জকিগঞ্জ থানায় মামলা দায়েরের উদ্দেশ্যে ক্ষতিগ্রস্ত বাসের চালক বাদী হয়ে অজ্ঞাত অর্ধশতজনকে অভিযুক্ত করে একটি অভিযোগপত্র দায়ের করেছেন।



জানা যায়, রোববার সকালে জকিগঞ্জের কামালগঞ্জ আব্দুল মতিন কমিউনিটি সেন্টারের পাশে এক জায়গায় (সড়কের পাশে) শিশু-কিশোররা ফুটবল খেলছিলো। হঠাৎ বল সিলেট-জকিগঞ্জ সড়কে চলে গেলে সেটি আনতে আবির আহমদ (১৪) নামের এক কিশোর দৌঁড় দেন। এসময় একটি চলন্ত বাসের নিচে পড়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা সেই বাস আটকে পার্শ্ববর্তী একটি স্কুলের মাঠে নিয়ে এতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

পরিবহন শ্রমিকদের অভিযোগ- এটি ছাড়াও আরও অন্তত ৩টি বাস ভাঙচুর করা হয় এসময়। এর প্রতিবাদে সোমবার পরিবহন শ্রমিকরা সিলেট-জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছেন।

সূত্র:সিলেট ভিউ
iklan
  • Stars Rally to Beat Predators in Winter Classic at Cotton Bowl