গোলাপগঞ্জে সেনাবাহিনীর উপহারের ঘর পেলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম তাহের আলীর পরিবার

Daily Golapganj
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-13T11:53:40Z
advetrisement

গোলাপগঞ্জ: গোলাপগঞ্জ উপজেলার কিছমত মাইজভাগ গ্রামের বীর মুক্তিযোদ্ধা অনারারি ক্যাপ্টেন মরহুম তাহের আলী বীর বিক্রম এর পরিবারকে নতুন ঘরের চাবি হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গতকাল (১২ ডিসেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে এরিয়া সদর দপ্তর সিলেটের অর্থায়ন ও তত্ত্বাবধানে গৃহ'টির নির্মাণ কাজ সম্পন্ন শেষে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মরহুম তাহের আলীর সহধর্মিনী পিয়ারা বেগম এর হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন মেজর মাহমুদুল হাসান, পিএসসি।

এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ৭১ এর রণাঙ্গনে জীবনকে বাজী রেখে পাকহানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে বীরত্ব দেখিয়েছিলেন তাহের আলী বীর বিক্রম। স্বাধীনতার মাস ডিসেম্বরে ক্যাপ্টন তাহের আলী বীর বিক্রমের পরিবারকে বাংলাদেশ সেনা বাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে একটি অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত গৃহ দান করায় গোলাপগঞ্জের মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে উপজেলা সাবেক কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান মেজর মাহমুদুল হাসান সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন।

iklan
  • Stars Rally to Beat Predators in Winter Classic at Cotton Bowl