গোলাপগঞ্জে ব্রাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Daily Golapganj
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-12T14:23:37Z
advetrisement


গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে
ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় আনলকিং ফিন্যান্সিয়াল সল্যুসন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা কনফারেন্স হলরুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্পের বিভাগীয় ব্যবস্থাপক শেখ আফজাল হোসেনের সভাপতিত্বে ও এলাকা ব্যবস্থাপক আমেনা খাতুনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র পাল।

তিনি তাঁর বক্তব্যে বলেন, দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় আনলকিং ফিন্যান্সিয়াল সল্যুসন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সহযোগিতায় উদ্যোক্তা হতে ইচ্ছুক তরুণ ও যুবদের জন্য ব্র্যাক যে সুযোগ নিয়ে এসেছে, তা কাজে লাগাতে পারলে পরিবারের পাশাপাশি তারা সমাজ ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নেও উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, সমাজ সেবা অফিসার মোঃ নুরুল হক, যুব উন্নয়ন অফিসার মো: আলমগীর হোসাইন, সমবায় কর্মকর্তা মোঃ ছদরুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার দিপালী রাণী তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শান্তা রায়।  

সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্প সম্পর্কে আলোচনা করেন জেলা ব্যবস্থাপক মোঃ গোলাম রসুল শিমুল। এছাড়া সভায় সার্বিক সহোযোগিতায় ছিলেন জেলা ব্যবস্থাপক মো: আসলাম হাকিম আরিফ, প্রোগ্রাম অর্গানাইজার তাজিয়া খাতুন, এ্যাসোসিয়েট অফিসার মোঃ কামরুল ইসলাম অনয়।

অবহিতকরণ সভায় সাংবাদিক, ব্যাবসায়ী, কর্মজীবী, এনজিও সংস্থা কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
iklan
  • Stars Rally to Beat Predators in Winter Classic at Cotton Bowl